সাইফুল্লাহ সাইফুল – সাভার উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ নাজিয়াত আহমেদ এর তত্ত্বাবধানে কম্বাইন হারভেস্টার মেশিন ও পরিবহন এর জন্য পিকাপ এবং পন্য পরিবহন যোগ্য ক্রেটস পেল কৃষক । সাভার উপজেলা মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি । অন্যান্য অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মরিয়ম খাতুন , কৃষিবিদ ইমরানহোসেন ও কৃষিবিদ মুকাশেফা প্রমূখ । অনুষ্ঠানে 2020-2021 অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় এন এ টি পি -2 ও এ আই এফ এর সৌজন্যে 3 অত্যাধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন ও 4 টি পন্য পরিবহন যোগ্য পিকাপ ভ্যান ও প্রতিটির সাথে 100 টি করে ক্রেটস প্রদান করা হয় । উপজেলা কৃষি অফিসার ও স্বনামধন্য কৃষিবিদ নাজিয়াত আহমেদ বলেন , এই কার্যক্রম এর মাধ্যমে সাভার উপজেলার কৃষি ব্যবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে , এবং কৃষিতে নতুন গতি সঞ্চার হবে । উল্লেখ্য , কৃষিবিদ নাজিয়াত আহমেদ সাভার উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব নেয়ার পর থেকে সাভারের কৃষিতে সর্বশ্রেষ্ঠ অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে ।