সাইফুল্লাহ সাইফুল – ঢাকা রেঞ্জের ডিআইজি মানবিক ও পরোপকারী মানব সেবক হাবিবুর রহমান ও পাঞ্জেরি পাবলিকেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম শায়ক এর রোগমুক্তি কামনায় সাভার পৌরসভার 1 নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ এর উদ্যোগে বাড্ডা স্কুলে গতকাল রবিবার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উক্ত ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন । উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর কাছে মহামারী করোনার হাত থেকে দেশবাসীকে মুক্তির লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয় । দোয়া ও মিলাদ মাহফিল শেষে কাউন্সিলর রমজান আহম্মেদ সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন । উল্লেখ্য , ডিআইজি হাবিবুর রহমান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তার নেতৃত্বে গঠিত উত্তরণ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ।