শাকির হায়দার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় বোনের সাথে খেলার সময় মাথায় ইট পড়ে ফাহিম আলম(৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার মাস্টার পাড়ার সৌদি প্রবাসী ফেরদৌস আলমের ছোট ছেলে ফাহিম আলম রোববার, ৪জুলাই সন্ধ্যায় তার বড় বোন সারা মণি’র সাথে খেলার সময় বাসার নির্মানাধীন দেয়ালের ইট খুলে মাথায় পড়লে সে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়।গুরুতর আহত অবস্থায় ফাহিমকে তার মা ও নানা প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানেও ফাহিমের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে রাত ৩টায় ফাহিমের মৃত্যু হয়।