শাকির হায়দার, নিজস্ব প্রতিনিধি:
গাইবান্ধা ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (৩২)কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার,১১ই জুলাই রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে জেলা শহরের পূর্ব পাড়া এলাকায় হালিম বিড়ি ফ্যাক্টরীর মোড়ে এ ঘটনাটি ঘটে। এ সময় তার সহপাঠি সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) আহত হয়। নিহত রকির বাড়ি ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি রোববার রাত ৯টার দিকে সহপাঠি প্লাবন ও সোহেলকে নিয়ে গাইবান্ধা শহর থেকে মোটর সাইকেলযোগে অসুস্থ মায়ের জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছলে দূবৃর্ত্তরা তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।