শাকির হায়দার, নিজস্ব প্রতিনিধি।
গত ১৩ জুলাই মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর বোয়ালী ইউনিয়নের নরশৎপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে র্যাব ১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) গোপন সংবাদের ভিত্তিতে নিজ মাতা হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী সাজ্জাদুল হক শাওন(২৯)কে গ্রেফতার করেছে।
শাওনের পিতা পুলিশ কর্মকর্তা মোঃ আঃ সাদেক গতকাল ১৩ই জুলাই তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১।
র্যাবের জিজ্ঞাসাবাদে শাওন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায়, সে দীর্ঘদিন থেকে মাদক সেবন করে এবং মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে মারপিট ও ভাংচুর করে। গত ১২ই জুলাই সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুর ভাবে নাকে ও মুখে আঘাত করে এবং অনবরত বুকে লাথি মেরে মারাত্বক জখম করে। ঐ অবস্থায় স্হানীয়দের সহযোগিতায় খাদিজা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসামী শাওনকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।