সন্ধানী নিউজ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড,দেশের ২য় বৃহত্তম ইসলামী ব্যাংক হলেও সাভার উপজেলা সদরে এর কোন শাখা নেই, তাই বর্তমান সময়ে সাভার উপজেলা বাসি আল আরাফা ইসলামী ব্যাংকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সাভার বাসির প্রাণের দাবি কোটি জনসংখ্যার এই উপজেলা বাসিকে শরিয়া ব্যাংকিংয়ের সুযোগ প্রাধানের স্বার্থে উপজেলা সদরে আল আরাফা ইসলামী ব্যাংকের একটি শাখা সাভার সদরে স্থাপন করা হউক।