শাকির হায়দার করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআই এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অর্থায়নে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন হাটবাজারে সোমবার ১৯ জুলাই মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
সকালে জেলা শহরের হকার্স মার্কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও বিকেলে জেলা শহরের কাচারী বাজারের বকুলতলায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন মাস্ক ও সাবান বিতরণ কররেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি শহিদুল ইসলাম শান্ত, সহ সভাপতি কামাল হোসেন, পরিচালক খান মোঃ সাইদ হোসেন জসিম, নাজিবুল ইসলাম নান্নু, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, সহ-সম্পাদক মো. আব্দুল মালেক নাপু, হকার্স মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি জাকির হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুজন প্রসাদ ও স্হানীয় ব্যবসায়ীরা।