শাকির হায়দার
গাইবান্ধা জেলা বারের সিনিয়র আইনজীবী প্রয়াত এ্যাড. আনোয়ার হোসেন এর মৃত্যুতে অদ্য ২৫-০৭-২০২১তারিখ সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় জেলা বার ভবনের হলরুমে জেলা বারের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রয়াত এ্যাড. আনোয়ার হোসেন এর জীবন বৃত্তান্ত পাঠ করেন জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড.সিরাজুল ইসলাম বাবু। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এ্যাড. এ. বি. এম সিদ্দিকুর রহমান সাজু।
মরহুমের প্রতি শ্রদ্ধা রেখে তাঁর সততা ও দক্ষতার প্রশংসা করে বক্তব্য রাখেন এ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, এ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, এ্যাড.নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড.এনতাজ আলী, এ্যাড. রফিকুল আলম চঞ্চল, এ্যাড.মাহবুবুর রহমান মঞ্জু, এ্যাড. এম. এ মাজেদ সরকার, এ্যাড. ফারুকুল ইসলাম, এ্যাড. আজিজুল ইসলাম, এ্যাড. রবিউল ইসলাম রুবেল প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন এ্যাড. রুহুল আমীন ও আনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড.জনাব জাহাঙ্গীর হোসেন।
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব দিলীপ কুমার ভৌমিক প্রয়াত আইনজীবীর মৃত্যুতে শোক বার্তা প্রেরণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সভা শেষে কোর্ট জামে মসজিদে মরহুমের জন্য বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।