শাকির হায়দার,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থা পদ প্রবর্তক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম নামকরণ অনুমোদিত হওয়ায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট বুধবার সকালে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পদ প্রবর্তক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট নির্বাহী কমিটির আহবায়ক অমিতাভ দাস হিমুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থা পদ প্রবর্তক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট মিডিয়া উপ- কমিটির আহবায়ক কার্য নির্বাহী কমিটির আহবায়ক ও ডিএম এ নির্বাহী সদস্য মাসুদুল হক মাসুদ, কার্য নির্বাহী কমিটির সদস্য সচিব গোলাম মারুফ মনা, মমতাজুর রহমান বাবু, সাংবাদিকদের মধ্যে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বৈশাখি টিভির এস এম বিপ্লব ইসলাম, এসএ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি কায়সার রোমেল, সিএনএন টিভির প্রতিনিধি ফারহান শেখ, দৈনিক মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি ফয়সাল রহমান জনি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিটন, কোষাধক্ষ্য ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী কমিটির সদস্য বেনজির আহমেদ, সিরাজুল ইসলাম সহ অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত বক্তব্য তুলে ধরে বলেন- আগামীকাল ৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগষ্ট বৃহস্পতিবার সরকারী নির্দেশনার আলোকে এবং নিজস্ব পরিকল্পনা অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পৌর পার্কে বিজয়স্তম্ভে সকাল ৯টায় শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে পুস্পমাল্য অর্পণ। বিকেল ৪টায় গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে এফ এফ সি ফুটবল একাডেমি পলাশবাড়ী বনাম গাইবান্ধার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন। বিকেল সাড়ে ৪টায় ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবনী ভিত্তিক আলোচনা সভা। বিকেল সাড়ে ৫ টায় বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার কৃতি ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের ‘ জেলা ক্রীড়া সংস্থা পদক” প্রদান অনুষ্ঠান। এখন থেকে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর পদক প্রদান অব্যাহত থাকবে। প্রথম বারের মত ৮জন ব্যাক্তি যারা পদক পাবেন নাহিদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রবীন ক্রীড়া সংগঠক প্রাচীনতম ক্রীড়া সংগঠন ইউএনও ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মুন্নু, আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক সামিউল ইসলাম পিপলু, প্রবীন সাংবাদিক গোবিন্দলাল দাস, ফুটবলার মোঃ শামসুজ্জোহা এবং খন্দকার আব্দুস ছাত্তার নওশাঁ, ক্রিকেটার ওয়াজির রহমান র্যাফেল ও অ্যাথলেট মোসলেমা বেগম রানী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সামস উল আলম হিরু।
বক্তব্যে আরও বলেন, গাইবান্ধা স্টেডিয়ামে নবনির্মিত ইনডোর স্টেডিয়ামটির নামকরণ ‘সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম’ প্রস্তাবনা ঢাকায় পাঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ‘ট্রাষ্টি বোর্ড’ নামকরণের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। এখন থেকে এই ইনডোর স্টেডিয়ামটির নাম “সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম”। স্টেডিয়ামটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট ভার্চুয়ালী উদ্বোধনের আবেদন জানিয়েছেন।