শাকির হায়দার…
গাইবান্ধায় বাংলাদেশ এনজিও ও ফাউন্ডেশন (বি,এন,এফ) এর ১২টি সহযোগী সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি পালন করছে। কর্মসূচিগুলো শুরু হয় ১৫ই আগষ্ট গাইবান্ধা পৌরপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে। পরে কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচিগুলো পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জি,ইউ,পি,পি,কে এর প্রধান নির্বাহী এস এম নুরুল আলম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন আর,পি,ইউ,কে এর নির্বাহী রওশন আলম রোলেক্স, পি,ইউ,এস এর নির্বাহী আতিকুর রহমান জোয়ার্দার, সাংবাদিক শাকির হায়দার ও মোছাঃ মোকছেদা আক্তার, মোছাঃ শাওন আক্তার পরিচালকদ্বয় প্রমূখ।