সাইফুল্লাহ সাইফুল: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল এর উদ্যোগে তার নিজস্ব বাসভবনে ২১ আগস্ট উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ২১ আগস্টে নিহত আইভি রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শত শত নেতাকর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানের কে সাফল্যমন্ডিত করেন। অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ বিপুল সংখ্যক নেতাকর্মী সহকারে উপস্থিত হন। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের সাবেক ১ নং যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান , সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মিশু প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহমেদ তৌফিক প্রবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল বলেন একুশে আগস্ট ও১৫ আগস্টের ঘটনা এক ও অভিন্ন। অতি দ্রুত পলাতক অপরাধীদের ফাঁসি কার্যকর করা হোক। অনুষ্ঠানে ২১ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।