শাকির হায়দার..
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা, সরকারি অর্থ ও সম্পদ লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৃনাল কান্তি, সম্পাদকমন্ডলীর সদস্য এম এ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, প্রবীণ কমিউনিস্ট নেতা বিরেণ সরকার, রিপন বর্মণ, এ্যাড. আশরাফ আলী, আসাদুল ইসলাম, আশরাফুল ইসলাম, কামরুল ইসলাম, ফারুকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দাদন ব্যবসায়ী কতৃক পরপর কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধার পুলিশ প্রশাসন সকল হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। দাদন ব্যবসায়ীদের দ্বারা জেলায় হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। এতে আইন শৃঙ্খলার ভীষণভাবে অবনতি ঘটছে।
বক্তারা বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে প্রায় কোটি টাকার স্লিপার চুরির সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা, গাইবান্ধার বালাসীঘাটে বিআইডাব্লিউটি এর অচল অবস্থা নিরশন করা ও সকল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।