গোলাম সারওয়ার সজলঃ
২৩ আগস্ট, সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব অসহায় ৬০০ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান খান শান্তর সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সভাপতিত্ব করেন কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজ মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চৌদ্দ আসনের এমপি সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ, দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি মাজরুল আলম, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন দেওয়ান, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও ঢাকা ১৪ আসনের প্রতিটি থানার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং কাউন্দিয়া ইউনিয়নের ছাএলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা ১৪ আসনের গন্যমান্য বাক্তিবর্গ।
এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের জন্য দোয়া চাওয়া হয় মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। কাউন্দিয়া ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের আকাঙ্খার ব্রীজটি দ্রুত নির্মাণ করা হয় সে জন্য কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান খান শান্ত ঢাকা-১৪ আসনের এমপি সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর নিকট দাবি জানান। পরে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।