গোলাম সারওয়ার সজলঃ
একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুদের হাঁসিমাখা মুখ নিয়ে উৎসব মুখর পরিবেশে কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হলো মানবিক গ্রুপ হিসেবে পরিচিত চাঁদপুর জেলা এস এস সি ৯৮ ব্যাচের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকার ফার্মগেটের আইডিয়াল কমার্স কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত যে সকল ৯৮ বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে পালন করা হয় এ অনুষ্ঠান। তেজগাঁও থানার ওসি(অপারেশন) শাহআলম, ডাক্তার মেহেদী হাসান, কন্ঠ শিল্পী মুরাদ পাটওয়ারী ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুক্তার হোসেনসহ সকল পেশার ৯৮ বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, বাংলাদেশের বিভিন্ন গ্রুপের ৯৮ বন্ধুদের শুভেচ্ছা বক্তব্য ও মত বিনিময়ে বিপদ আপদে সকল বন্ধুরা এক ও অভিন্ন থাকার প্রত্যয়ের মাধ্যমে সংক্ষিপ্ত আয়োজন শেষ করা হয় এবং প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ঘোষণা করা হয় সেপ্টেম্বর মাসের ১০ তারিখ শুক্রবার। পুরানা পল্টনের ওয়েস্টার্ন হোটেলে সারাদিন ব্যাপি সে দিন অনুষ্ঠিত হবে কুইজ, ছোটদের প্রতিয়োগিতার ফলাফল, গান, কবিতা আবৃত্তি ও সে দিন বাংলাদেশের বিভিন্ন গ্রুপের ৯৮ বন্ধুদের মিলন মেলায় শুভেচ্ছা বিনিময় হবে। আজ থেকে ১ বছর আগে মহসিন মল্লিক, সোনিয়া আক্তার দিপা, মুক্তার হোসেন, গৌরাঙ্গসহ চাঁদপুরের ৯৮ বন্ধুরা মিলে মানবিক প্রত্যয় নিয়ে চাঁদপুর জেলা এস এস সি ৯৮ ব্যাচ ফেসবুক গ্রুপের যাত্রা শুরু করেন।