গোলাম সারওয়ার সজলঃ
আশুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দোসাইদ এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড মেম্বার হোসেন আলী মাস্টার এর উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় দোসাইদ এ.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মিষ্টি চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হাজী মোশাররফ হোসেন খাঁন,আশুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নুরুজ্জামান,৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী কামরুল ইসলাম উজ্জ্বল,২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সোহাগ মন্ডল সহ আরো অনেকে।এসময় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার প্রতিযোগিতাপূর্ণ খেলায় বিবাহিত দল ২-০ গোলে বিজয় অর্জন করেন। খেলা শেষ স্কুল মাঠ প্রাঙ্গনে অতিথিরা বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।