গোলাম সারওয়ার সজলঃ
“খেলা ধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে সাভারে চেয়ারম্যান কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাভার উপজেলার বনগাঁর ইউনিয়নের কোন্ড স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গাফফার,ইউপি সদস্য মনির হোসেন,বনগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ,বনগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান মদিন সহ আরো অনেকে।ফাইনাল খেলায় জমাদার পাড়া একাদশ জয়লাভ করে। অতিথিরা খেলা শেষ দুুই দল ও খেলোয়ারদের হাতে পুুুরুষ্কার তোলে দেন।