গোলাম সারওয়ার সজলঃ
সাভারে মরহুম আতাউল্লা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিরুলিয়ার কাকাবো স্কুল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক ফিরুজ আলম,বিরুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি মারকাজুল ইসলাম আকঁশ,সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আরও অনেকে।উদ্বোধনী খেলায় অংশ নেন রাজাশন শফিক ফুটবল একাডেমি বনাম কমলাপুর যুব সংঘ সমিতি। প্রতিযোগীতাপূর্ণ এ খেলায় রাজাশন শফিক ফুটবল একাডেমি ৪-২ গোলে বিজয় অর্জন করেন।