গোলাম সারওয়ার সজলঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ “গ্রাম হবে শহর” তৃণমূলে মেম্বারদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৪ই সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে এ সভায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার হোসেন আলী মাস্টারকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর ১নং সহ-সভাপতি এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন মন্ডলকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম.পি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের সহ দেশের বরেণ্য রাজনীতিবিদ ও সমাজ সেবক বৃন্দ।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর সভাপতি আনোয়ার হোসেন ।