সাইফুল্লাহ সাইফুল – সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামিলিগ সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার হাজী সেলিম মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাভার সাভার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব, সাভার পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাভার পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন প্রমুখ, যুগ্ন-আহবায়ক হযরত আলী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সদস্য মনু খান, নজরুল ইসলাম নিরব প্রমূখ। উক্ত সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম। অনুষ্ঠানের ৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ফরিদ মিয়া। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ ৬১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ শুকুর আলী।