গোলাম সারওয়ার সজলঃ
সাভারে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৯শে সেপ্টেম্বর রবিবার দুপুরে বিরুলিয়ার বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ফুল চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ।অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার আমিন বাজার সহকারী ভূমি কমিশনার ফজলে এলাহি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুুুর রহমান সুজন,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম,সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ নাজিয়াদ আহমেদ,সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল হাসান কামাল,ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল,বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হালিম মুুক্তার,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম,বিরুলিয়া ইউপি সদস্য শাহজাহান সিকদার, অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদির,ইউপি সদস্য মনির হোসেন ,ইউপি সদস্য আলিম,ইউপি সদস্য আয়নাল,ইউপি সদস্য অজল হক,মহিলা ইউপি সদস্য সেলিনা খাতুন,মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, মহিলা ইউপি সদস্য নুরতাজ বেগম সহ আরও অনেকে।