গোলাম সারওয়ার সজলঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে সাভারে। ২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বনগাঁও ইউনিয়নের বলিয়াপুর বালির মাঠে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভা,দোয়া এবং কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।অনুষ্ঠানে ইউপি সদস্য মনির হোসেন,বনগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,বনগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ,বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী হাজী আজিজুল ইসলাম,বনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান মদিন, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম সৌরভসহ বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।