দেলোয়ার হোসেন : সাবেক পুলিশ কর্মকর্তা শাহাব উদ্দিন খান (মকর দারোগা) শনিবার ভোরে (২ অক্টোবর) সাভার পৌর এলাকার গেন্ডাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর গেন্ডা গাউসুল আজম জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার সন্তানগন ব্যাবসায়ী ইখতিয়ার উদ্দিন খান মামুন, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক মানুষের কন্ঠের সম্পাদক এডভোকেট বখতিয়ার উদ্দিন খান তুহিন , ব্যাবসায়ী রণ মোস্তফা পল্টন, শম্পা খানম, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আমিন উদ্দিন খান সুমন, সুপ্রিম কোর্টের আইনজীবি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।