গোলাম সারওয়ার সজলঃ
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে আওয়ামী লীগের নয়টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে( ০৬-১০-২০২১)ইং তারিখে বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল বালুর মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় তিনি বলেন, যারা নতুন কমিটিতে স্থান পেয়েছেন তার অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণা করে লালন করে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতে সঠিক নেতৃত্ব দিবেন।
বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী লিয়াকত হোসেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মিষ্টি চৌধুরী, সদস্য রাজু আহমেদ,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মেম্বার, সাভার কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু, বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ শৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নয়টি ওয়ার্ডের কমিটিতে যাঁরা, ১নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদু হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন বাধন সাধারণ সম্পাদক শফিউদ্দিন খান শিবলু,৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাজু আহমেদ সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ৫নং ওয়ার্ডে সভাপতি তায়েব মোল্লা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ৮নং ওয়ার্ডের সভাপতি এখলাস হোসেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,৯নং ওয়ার্ডের সভাপতি দুলাল চৌধুরী সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনকে নির্বাচিত করা হয়।