গোলাম সারওয়ার সজলঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল এর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।১৮ অক্টোবর সোমবার সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান মোল্লা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হোসেন আলী মাস্টার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সোহরাব, ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকারসহ আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি বিশেষ দোয়া করা হয়।