মোঃ সাইফুল্লাহ: সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে আজ দুপুর বারোটার দিকে এই শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাভার উপজেলা থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে ,আবার উপজেলা গিয়ে শেষ হয়। আওয়ামীলীগের উদ্যোগে এই শান্তি মিছিলে জামাত শিবির ও বিএনপির অপকর্মের প্রতি ঘৃণা নিক্ষেপ করে বিভিন্ন স্লোগান দেয়া হয়। উক্ত শান্তি মিছিলে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বনগাও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান শান্ত খান, বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা ,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।