মোঃ সাইফুল্লাহ: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বরাবরের মত স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান স্বরূপ এবার ও জাতীয় পর্যায়ে যৌথভাবে প্রথম হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২১ সালের আগস্ট মাসের ফলাফল ৩০০র ভিতরে সর্বোচ্চ ৭৪.১৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে প্রথম স্থান দখল করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে জিজ্ঞেস করলে ডাঃ সায়েমুল হুদা বলেন, আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আমরা প্রথম হয়েছি। এজন্য ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ বেলাল হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে। তাদের সকলের প্রচেষ্টায় আমরা আজ প্রথম স্থান অধিকার করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। উল্লেখ্য ডাঃ মোঃ সায়েমুল হুদা যোগদানের পর সাভার উপজেলা স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। ভয়াবহ করোনা সহ বিভিন্ন পরিস্থিতিতে তিনি অত্যন্ত সফলভাবে সাভার উপজেলার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করে চলেছেন। সাভার উপজেলাবাসি তার জন্য কৃতজ্ঞ।