মোঃ সাইফুল্লাহ: সাভারে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি ২০২১/২০২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর, খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়। সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে আজ দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ১১৫০ জনকে বিভিন্ন ফসলের বীজ ও সার প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খান ,ইয়াসমিন আক্তার সুমিি, মহিলা ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ।স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ নাজিয়াত আহমেদ, উপজেলা কৃষি অফিসার সাভার ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাজহারুল ইসলাম ,উপজেলা নির্বাহি অফিসার, সাভার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, মোহাম্মদ রহমত উল্লাহ ,সাভার উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মোকাশেফা, কৃষক প্রতিনিধি আব্দুল মতিন প্রমূখ।