মোঃ সাইফুল্লাহ: সাভারে জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করার দিবস হিসেবে জেলহত্যা দিবস পালন করা হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঅঞ্জলি অর্পণ করা হয়। সাভার উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ।