মোঃ সাগর হোসেন ,আশাশুনি উপজেলা প্রতিনিধি (সাতক্ষীরা) : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, আশাশুনি সাতক্ষীরার উদ্যোগে আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপজেলা নিবার্হী কর্মকর্তা, আশাশুনি, সাতক্ষীরা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মোস্তাকিম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশাশুনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম বরণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশাশুনি। অনুষ্ঠানে মোঃ করিমুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সমবায় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আশাশুনি উপজেলার ৫টি বিশিষ্ট সমবায় সমিতিকে সাফল্যের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তম কুমার মণ্ডল, সম্পাদক, বড়দল পদ্মা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমবায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।