মোঃ ফরহাদ হোসেন আমতলী ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে,
কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে, পাখিমারা বাজারে সোমবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আতাজুল ইসলাম, সদস্য আব্দুল হক গাজী, আলাউদ্দিন শিকদার, জাহিদুল ইসলাম, নয়নাভিরাম গাইন, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক প্রভাষক রফিকুল ইসলাম, নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার প্রমুখ। বক্তারা ধান ক্রয়ে সরাসরি কৃষকের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান। পরে কৃষকরা পাখিমারা বাজার সংলগ্ন কুয়াকাটাগামী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।