চট্টগ্রাম প্রতিনিধি ঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আমরণ অনশনে বসেছে চট্টগ্রামের চকবাজার থানা ছাত্রদল।
আজ জুম্মার নামাজের পর চট্টগ্রাম মহানগর বিএনপি নাসিম ভবন কার্যালয় প্রাঙ্গণে চকবাজার থানা ছাত্রদল নেতা মোঃ আব্দুল কাদের ও মোহাম্মদ রাসেল উদ্দিন এর নেতৃত্বে আমরণ অনশনে বসেন।
উক্ত অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছেন চকবাজার থানা ছাত্রদল নেতা আমির হোসেন হামিদ, বাপ্পি, ইউনুস, জুয়েল, মোহাম্মদ আরাফাত, মোবারক, সাকিব, রিয়াজ, রিদওয়ান, সাজ্জাদ, ও মহিউদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে থেকে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ সুচিকিৎসার দাবি তুলেন,তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন।