মোঃ আল আমিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মার্কেন্টাইল ব্যাংকের নিচ থেকে ২-১২-২১ বৃহস্পতিবার সন্ধায় অনুমান ৬ টা ৪৫ মিনিটের দিকে, শিবপুর ইউনিয়নের কামারহাট গ্রামের বাসিন্দা ওসমান আলীর ছেলে শরিফুল ইসলাম বাটু মিয়ার ব্যাটারি চালিত ভ্যানটি, কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। সে জানান আমি এই ভ্যানটি কিস্তি থেকে টাকা তুলে কিনছি। এখন আমি কি ভাবে কিস্তি পরিষধ করবো। পরিবার চালাবো কি ভাবে এই বলে শরিফুল ইসলাম বাটু মিয়া ও তার স্ত্রী অঝরে কান্নায় ভেঙে পরেন। এই অসহায় পরিবারটিকে সমাজের মানবিক মানুষ এর পাশাপাশি যদি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই গরীব অসহায় পরিবারটি ফিরে পেতে তাদের সচ্ছলতা।