স্টাফ রিপোর্টার
বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম প্রচার প্রচারণা, সাথে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ । এ সময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোঃ সাইফুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় করার আহবান জানান তারা।
৫ ই জানুয়ারি ২০২২ সাভার উপজেলার ১১ টি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে ২২ শে ডিসেম্বর বুধবার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর,গোপেরবাড়ী,বার্তারটেক,কাজীপাড়া,পুরানবাড়ী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া চায়।
এ সময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম জনগণকে বলেন আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। জানুয়ারির ৫ তারিখ সারাদিন নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি যেন পূণরায় চেয়ারম্যান হয়ে আপনাদের জন্য আরও বেশি বেশি কাজ করতে পারি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আমাকে যাচাই বাছাই করে দ্বায়িত্ব দিয়েছেন। আপনারা নৌকার পক্ষে থেকে নৌকায় ভোট দিবেন কেননা উন্নয়নের মার্কা নৌকা। বিশ্বের সাথে তাল মিলিয়ে বনগাঁও ইউনিয়নের উন্নয়ন চলমান রাখতে পারি সে জন্য সকলে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সহযোগিতা করবেন।