মোঃ নজরুল ইসলাম
আশুলিয়া ইউনিয়নের(৯) নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে সাবেক সফল মেম্বার আনিসুর রহমান( আলেক),তিনি ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে সত্য সততার পথ অবলম্বন করে মানুষের ভালোবাসায় সিক্ত,আজ তিনি জনগনের সেবক হিসাবে কাজ করার জন্য আশুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিক নিয়ে বিজয়ের লক্ষে তার সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে চাচ্ছেন ওয়ার্ডবাসীকে সেবা করার সুযোগ দিতে অনুরোধ করেন,তিনি শিশুকাল থেকে মানুষের কল্যানে কাজ করাটা তার নেশায় পরিনত,
মেম্বার পদপ্রার্থী আনিসুর রহমান (আলেক )বলেন আমি চাই জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করতে,আমি চাই প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি গ্রামকে শহরে পরিনত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে,আমি চাই নিরন্ন উপবাসী নির্যাতীত নিপীড়িত জনতার পাশে থেকে এলাকার উন্নয়ন করতে,প্রিয় এলাকাবাসী আমি আপনাদের (আলেক),জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি আমার দৃষ্টিকে সব সময় সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্টি আলোর উৎস সুর্যে,আমি কেমন এটা আপনাদের অজানা নয়,আমাকে যদি আশুলিয়া ইউনিয়নের (৯) নং ওয়ার্ডের যোগ্যপ্রার্থী মনে হয় তাহলে বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে একটিবার সুযোগ দিন,আমি বিশ্বাস করি জনগন এখন আর বোকা নয়,যোগ্যপ্রার্থী বিবেচনা করতে তারা ভুল করবেনা,তাই আগামী ৫ জানুয়ারী ২০২২ইং রোজঃ বুধবার আমার বৈদ্যুতিক পাখা মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগদিন,আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ,আনিসুর রহমান (আলেক,)সাবেক সফল মেম্বার বর্তমান ইউপি সদস্য পদপ্রার্থী আশুলিয়া ইউনিয়ন (৯) নং ওয়ার্ড।