নিজস্ব প্রতিবেদক: তরুণ উদীয়মান অভিনেতা তামিম হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। কিন্তু টান আছে অভিনয়ের প্রতিও। পাশাপাশি অভিনয়েও তিনি নিয়মিত হচ্ছেন। ইতিমধ্যে তার অভিনীত বেশ কিছু নাটক ও ছবি ও বিজ্ঞাপন প্রচার হয়েছে।
গুণী নির্মাতা তারেক আনাম খানের সঙ্গে গত বছরের ১৭ ই মার্চে একটি অভিনয়ে যুক্ত ছিলন তামিম হোসেন। জাতির জনক কে নিয়ে নির্মিত ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময় নাটকটিতে জাতির জনকের চরিত্রে অভিনয় করে তামিম। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে নাটকটি উপভোগ করেন।
তামিম হোসেন বলেন, ‘ অভিনয়টা হলো নেশা। এই নেশা ছোটবেলা থেকেই ছিল। জীবনের স্বপ্ন একজন ভালো অভিনেতা হওয়ার। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। জাতির জনক কে ভালবাসি।
এজন্য ছাত্রলীগের আদর্শ লালন করি। সবার সহযোগিতা ও আশির্বাদ পেলে নিজেকে প্রমাণ করতে পারব।’
ইতিমধ্যে তামিম হোসেন নাট্যাচার্য সেলিম আল দীনের কীর্তনখোলা নাটটির নির্দেশনা দিয়েছেন।