শাকির হায়দার, গাইবান্ধা।
গাইবান্ধা জেলা সদরের দঃ ধানঘড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপিঠের উদ্যোগে মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর সৌজন্যে শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার, ১৭ই জানুয়ারি বিকেলে তিনি আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ অঙ্গনে কম্বল বিতরণ এর শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক মোঃ নুরুল আলম, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নুর আলম সিদ্দিক ও প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সংবাদকর্মীগণ সহ অনেকেই।