স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাদের মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। গত ১৩ ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাশেম এর লিখিত সিদ্ধান্ত মোতাবেক সাভার উপজেলা হকার্স লীগের কার্যালয়ে এক কার্যবিবরণীর সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাদের মোল্লার বিরুদ্ধে মদ্যপান, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গালিগালাজ ও হকারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ করেন তারা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বাংলাদেশ হকার্স লীগের সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি মোঃ সেলিম,উপজেলা কমিটির মোঃ জাকির আহমেদ, হকার্স লীগ নেতা মোহাম্মদ নুরুল হুদা প্রমূখ। নয়ন শেখ কে সাভার উপজেলা বাংলাদেশ হকার্স লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। উক্ত কার্যবিবরণী সভায় বাংলাদেশ হকার্স লীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।