মোঃ সাইফুল্লাহ: আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭-৮ও ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে। গতকাল বিকেলে আশুলিয়ার সাধুপাড়া মাঠে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর ও ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন মন্ডল। অনুষ্ঠানের ৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে জয়নাল মাস্টার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা কে নির্বাচিত করা হয়। ৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পান মুজিবুর বেপারি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জহির উদ্দিন ।৯ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পান শাহজাহান দেওয়ান এবং সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পান ইয়াকুব আলী অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিল।।