শাকির হায়দার…
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ ফিজার বিন সাইফুল্লাহ (রাইয়ান), সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান (টিপু), সাংগঠনিক সম্পাদক রুম্মান সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত ছাত্রলীগ কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন।
২৩শে ফেব্রুয়ারি, বুধবার বেলা চার ঘটিকায় বিশাল এক আনন্দ র্যালি আরম্ভ হয়ে ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সুরুজ, আলমবিধিতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মোরশেদ, স্বেচ্ছাসেবক লীগের নাজমুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতাকর্মীরা একতাবদ্ধভাবে কাজ করে একটি রোল মডেল কমিটি হিসাবে গড় তুলবে বলে তারা আশা ব্যক্ত করেন।