মোঃ সাইফুল্লাহ (সাইফুল): সাভারের বাসিন্দা বেসরকারি চ্যানেল এন টিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান জাহিদ গত কয়েকদিন আগে লন্ডন সফরে গিয়েছিলেন ।সেখানে থেকে তিনি এক পর্যায়ে যান লিবিয়ায়। গত ২৩ শে মার্চ সেখানে অপহৃত হন তিনি । গত কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারছিলোনা তার পরিবার। লিবিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সহ বিভিন্ন বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে তিনি লিবিয়ায় অপহৃত হয়েছেন। এ নিয়ে পরিবার ও দেশের সাংবাদিক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আজ ২৭শে মার্চ হঠাৎ করে খবর আসে লিবিয়ার ত্রিপোলি পুলিশ তাকে উদ্ধার করেছে। তার সাথে ছিলেন ড্রাইভার এবং এক প্রকৌশলী সাইফুল ইসলাম। তারা তিনজনই অপহৃত হয়েছিলেন। বর্তমানে তিনি লিবিয়ার ত্রিপোলি পুলিশের হেফাজতে রয়েছেন। দেশবাসী, পরিবারবর্গ, সাংবাদিকবৃন্দ অতি দ্রুত তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে।