মোঃ সাগর হোসেনঃ গত ২৬ তারিখ হতে আকলিমা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে তার স্বামী। স্বামী মিজানুর রহমান জানান ,তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। নাম আকলিমা বেগম । বয়স আনুমানিক ৩৫ বছর। আকলিমা বেগমের গায়ের রং ফর্সা, হালকা পাতলা গড়নের। কোন সহৃদয়বান ব্যক্তি আকলিমা বেগমের সন্ধান পেলে নিম্ন টিকানায় যোগাযোগ করার জন্য তার স্বামী অনুরোধ জানিয়েছেন। স্বামীঃ মিজানুর রহমান। গ্রামঃ আদালতপুর। উপজেলাঃ আশাশুনি। জেলাঃ সাতক্ষীরা। উল্লেখ, আকলিমা বেগমকে দেবহাটার পারুলিয়া বাজারে শেষ বার দেখা গিয়েছিল ।তারপর থেকে আর কোন সন্ধান পাওয়া যায় নি বলে তার পরিবারের দাবি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭২৫৩৫৮২৭৬ এই নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আকলিমা বেগমকে সন্ধানের জন্য জন্য সার্বিকভাবে সহাযোগিতা করছেন এস, এম মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও প্রোপাইটরমেহেদী হাসান এবং শাহিন খান। সন্ধানদাতাকে উপযুক্তত পুরস্কার প্রদান করা হবে। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।