আশুলিয়া প্রতিনিধি
ঈদ কে সামনে রেখে রমজানের ২০তারিখে আগে শ্রমিকদের বকেয়া-বেতন ভাতা ও বোনাস বেসিক সমান ভাবে পরিশোধের দাবীতে ১৪.০৪.২০২২ইং বৃহৎস্পতিবার সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে এই মানব বন্দন করেছে বাংলাদেশ বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি ।মোঃআলাল মোল্ল্যা আওয়াল এর সভাপতিত্বে এই মানব বন্দন অনুষ্ঠিত হয়েছে । মানব বন্দনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু.শ্রমিক নেতা মারুফ হোসেন. কবির খাঁন মনির.শফিকুল ইসলাম নেওয়াজ সহ আর ও এ সময় উপস্থিত সাভার আশুলিয়ার শ্রমিকনেতারা ও নেতৃবৃন্দ।