সাভারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাংবাদিক কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত
মোঃ সাইফুল্লাহ: সাভারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর সৌজন্যে মানসম্মত পরিবেশ চাই সংগঠনের পক্ষে সাভার সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করে। দুপুর একটায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর উপস্থিতিতে উক্ত কর্মসূচি পালিত হয়। এ সময় সাভার সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হোসেন আলী, ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক, সাভার পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ফরিদ মিয়াসহ নেতৃবৃন্দ। এ সময় ১৫০ টিরও অধিক চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল মধ্যে ছিল নিম,পেয়ারা, লিচু ও আমের চারা। ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আলমগীর কবির কর্মসূচির সাফল্য কামনা করেন। এ সময় সাভার সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তপু ঘোষাল, সাধারণ সম্পাদক ইয়াছিন, সোহাগ, ইব্রাহিম খলিল, মবিনুর রহমান রবিন, কামরুল হাসান, মোঃ সাইফুল্লাহ প্রমূখ।