এসএমই ফাউন্ডেশনের সহায়তায় আইএসও সনদ পেল ৮ প্রতিষ্ঠান

গত অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সহায়তায় ৮টি প্রতিষ্ঠান আইএসও সনদ অর্জন করেছে। সোমবার (৮ আগস্ট) এসব প্রতিষ্ঠানের কাছে এই সনদ তুলে দেওয়া হয়।

এসএমই ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে ড. মো. মফিজুর রহমান বলেন, চলতি অর্থবছরে আরও ৮টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে আইএসও সনদ অর্জনে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন।

অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, বর্তমানে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে থাকে। ২০৩০ সালের মধ্যে এই খাতের ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি নিশ্চিত করতে এসএমই প্রতিষ্ঠানসমূহকে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন।

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় এখন পর্যন্ত ২১টি প্রতিষ্ঠান আইএসও ২২০০০ সনদ অর্জন করেছে। এই উদ্যোগের প্রথম সাফল্য আসে ২০১৩ সালে। ওই বছর প্রথমবারের মতো এসএমই ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামের হিফজ অ্যাগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জের নুর ফুডস এবং ধামরাইয়ের মার্কস আইসক্রিম ফ্যাক্টরি এ সনদ অর্জন করে।

     More News Of This Category

Our Like Page