সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের

গ্যাস-বিদ্যুতের সংকটে চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য। এখনই জ্বালানির বিকল্প উৎস সন্ধানের কথা বলছেন বড় ব্যবসায়ীরা। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, রাত ৮টায় দোকানপাট বন্ধের কারণে প্রায় ৭০ শতাংশ দোকানে বেচাকেনাই হচ্ছে না। বিক্রি না থাকলেও বহন করতে হচ্ছে কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচ। এতে চরম অর্থ সংকটে পড়েছেন তারা। লোডশেডিং থেকে সরে এসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার কথা বলছেন দেশের ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা।

২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে রেকর্ড ৫২ বিলিয়ন বা পাঁচ হাজার ২০৮ কোটি ডলারের রপ্তানি আয় দিয়ে। এর মধ্যে চার হাজার ৯১০ কোটি ডলার এসেছে তৈরি পোশাকের ওভেন ও নিটওয়্যার, হোমটেক্সটাইল, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাতপণ্য, চামড়া ও চামড়াপণ্য এবং প্রকৌশল পণ্য থেকে। বাকি সাতশ পণ্য রপ্তানি থেকে এসেছে মাত্র ২৯৯ কোটি ডলার। অন্যদিকে সদ্য বিদায়ী জুলাই মাসে নানা বিধিনিষেধের কারণে আমদানি ঋণপত্র খোলা কমেছে, বেড়েছে প্রবাসী আয়। এসব কারণে ডলারের ওপর চাপ কিছুটা কমবে এমন আশা সংশ্লিষ্টদের।

     More News Of This Category

Our Like Page