সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৩২৩ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
সাভারের রেডিও কলোনি মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ত্রান প্রতিমন্ত্রী ডাঃএনামুুর রহমান, এডভোকেট কামরুল ইসলাম, এমপি, ডাঃ দিপু মণি এমপি, মির্জা আজম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রমূখ। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আলম রাজীব, পনিরুজ্জামান তরুণ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা।প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি।তাদেরকে ছাড় দেওয়া হবেনা।তারা এদেশকে শেষ করতে চায়।আর শেখ হাসিনা চায় উন্নয়ন। তারা দূর্নীতিবাজ। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অপকর্ম করবেন আর পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবে? অনুষ্ঠানে ঢাকা জেলার নেতৃবৃন্দ্ব ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ্ব উপস্থিত ছিলেন।