আনারস পেল সুমন আহমেদ ভূঁইয়া

 

মোঃ সাইফুল্লাহ (সাইফুল)
আনারস পেল সুমন আহমেদ ভূঁইয়া। এটি নির্বাচনের প্রতীক।আগামী ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সাভার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক হিসেবে তিনি আনারস পেলেন। নিজের দল আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু, যোগ্যতা থাকা সত্বেও মনোনয়ন তাকে দেওয়া হয়নি। এমনটা অভিযোগ তার। এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে আনারস প্রতীক পেয়ে উচ্ছ্বসিত তিনি ও তার সমর্থকরা। আগামী ২৯ শে ডিসেম্বর নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করার কথা বলেন তিনি। উল্লেখ্য,সুমন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের একমাত্র পুত্র। কিছুদিন আগে সৈয়দ আহমেদ মাস্টারের ইন্তেকালে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

     More News Of This Category

Our Like Page