সাভারে ডিবির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

মোঃ সাইফুল্লাহ : ঢাকার সাভা‌রে ইয়াবাসহ তিন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ। ১১ ডি‌সেম্বর রবিবার, আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব।

ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় এস আই মোঃ শেখ ফরিদ ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইং-১১/১২/২০২২ ইং তারিখ আশুলিয়া থানাধীন পল্লী বিদুৎ এলাকা হইতে উক্ত মাদক ব‌্যবসায়ী‌দের‌কে গ্রেফতার ক‌রেন। গ্রেফতারকৃতরা হ‌লো ১। রনি খান (৩৩), পিতা-মৃত জাহিদুল ইসলাম, সাং- গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ আনিছুর রহমান (৩২), পিতা- মোঃ দুলাল মিয়া, সাং-১২ নং তিতপলা ইউনিয়ন, পাবইবাজার, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, এ/পি সাং- গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ সেলিম রেজা (২৭), পিতা-সিরাজুল ইসলাম শেখ, সাং-সেজিয়া, ০৬ নং নেপা ইউনিয়ন, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ, এ/পি সাং- পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ধামসোনা, থানা- আশুলিয়া, জেলা-ঢাকাদের কে সর্বমোট ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।

উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।এবিষয়ে জানতে চাই‌লে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা দায়ের করে ওই তিন মাদক ব্যবসায়ী‌কে থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে আশু‌লিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

     More News Of This Category

Our Like Page