আশুলিয়া থানা আওয়ামী লীগ নেতা সুমন ভূইয়া দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন

 

মোঃ সাইফুল্লাহ –
দলীয় পদ থেকে অব্যহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূইয়া নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। ১৩ ডিসেম্বর মঙ্গলবার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূইয়া জামগড়ায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি জানান, গত ১০ ডিসেম্বর আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরাবর তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন।।কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাবার মৃত্যুর পরে মানসিক ও শারিরীকভাবে ভেঙে পড়েছেন তিনি। এসময় তাকে কান্না করতে দেখা যায়। সুমন আহমেদ ভূইয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছি।যতদিন বাঁচব বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে যাবো ইনশাআল্লাহ।

     More News Of This Category

Our Like Page