বিশেষ প্রতিনিধি –
১৬ ই ডিসেম্বর বাঙালির শ্রেষ্ঠ অর্জন বলে অভিহিত করেছেন সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সূজন আহমেদ রানা। একান্ত আলাপচারিতায় তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।তার সুযোগ্য কন্যা আজ দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা পদার্পণ করেছি ডিজিটাল বাংলাদেশে। দেশ আজ উন্নয়নের সর্বোচ্চ শিখরে আরোহন করেছে।নিজেদের সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের সার্বিক তত্ত্বাবধানে অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম অত্যন্ত গতিশীল। আওয়ামী লীগের যে কোন দলীয় অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হয়ে আমাদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছি। আমাদের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক যারা পাবেন তারা যেন কর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করেন। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে যেন মূল্যায়ন করা হয়।সূজন আহমেদ রানা আরো বলেন, যারা আমাদের রাজনৈতিক অভিভাবক তাদের কাছে দাবি, যেভাবে বিগত দিনে তারা স্বেচ্ছাসেবক লীগের পাশে থেকে যেভাবে সাহস ও উৎসাহ যুগিয়েছন।তেমনিভাবে আগামীতেও আমাদের পাশে এসে দাঁড়াবেন,সেই আশা ব্যক্ত করি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।